সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিরাজগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলায় বঙ্গবন্ধুসেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিহাটা গ্রামের খবির প্রামাণিকের ছেলে। এসময় গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা ।

আহতরা হলেন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ হাকিম (১২) ও মোছা. সূরাইয়া বেগম (১৪)। আহত দুইজন  নিহতের  সম্পর্কে ভাগ্নে-ভাগ্নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান,  আর কে ট্রাভেলস নামে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস সয়দাবাদ মোড় এলাকায় পৌঁছলে ইসমাইল ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হন। তথ্যটি নিশ্চিত করে নিহত ইসমাইল হোসেন হোসেন তার ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে স্কুলে যাওয়ার পথে সয়দাবাদ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button