সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ১ এর কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থার নিরসন, চাকরিবিধি ও চাকরি স্থায়ীকরনের দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। গত মঙ্গলবার (২ জুলাই ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ শিয়ালকোলে অবস্থিত প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা । এতে জোনাল অফিস ও সাব-জোনাল অফিসের দুই শতাধিকের ও বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি ) বেলাল হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার কাজী জসিম উদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) সাজিদুর রহমান, সহকারী হিসাব রক্ষক রায়হান বাসার, লাইন টেকনেসিয়ান আনোয়ার হোসেন, মিটার রিটার কাম ম্যাসেঞ্জার সফিকুল ইসলাম ও বিলিং সহকারী মহিমা খাতুনসহ প্রমুখ। জানা গেছে, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারি গত ৫ মে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামেন। এ সময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে আলোচনায় বসে বাস্তবায়নের আশ্বাসে তারা সে সময়ে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন। কিন্তু প্রায় দুই মাসেও সমস্যার সমাধান না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফের গতকাল সোমবার (১ জুলাই) থেকে কর্মবিরতি শুরু করেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ১ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত কর্মচারীরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান আন্দোলনরতরা।
পরবর্তী দেখুন
15 hours ago
সিরাজগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
15 hours ago
এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ এর থাইল্যান্ড ভ্রমণ
15 hours ago
সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে এসএ টিভির ১২’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
15 hours ago
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ
15 hours ago
এনডিপির উদ্যোগে জেলা হিউম্যান রাইটস এন্ড ফেক্ট ফাইন্ডিংস বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close