খেলা

পাকি ক্রিকেটার উমরের ক্রিকেট জীবন শেষ হওয়ার ক্ষোভ দুই কোচের ওপর

এবার বিস্ফোরক অভিযোগ পাকি প্রাক্তন ক্রিকেটার উমর আকমলের। দুই কোচের ষড়যন্ত্রেই শেষ হয়েছে তার ক্রিকেট জীবন। অভিযোগের তীর কোচ ওয়াকার ইউনুস এবং মিকি আর্থারের দিকে। এখানেই শেষ নয়- উমর টেনে এনেছেন প্রাক্তন পাকি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গও। অবশ্য পাল্টা কটাক্ষ করেছেন আর্থার।

উমর আকমল ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। উমর প্রাক্তন কোচ ওয়াকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। ব্যাটিং অর্ডারের উপরের দিকে না পাঠানোর অভিযোগ করেছেন। তার অভিযোগ পাকিস্তানের প্রাক্তন বোলার ও কোচ ওয়াকার নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শও খারিজ করে দেন।

এক সাক্ষাৎকারে উমর বলেছেন, ‘‘ইমরান খানকে অনুরোধ করেছিলাম। উনি দল পরিচালনা কমিটিকে বলেন, আমাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠাতে। উনি নিজেও ওয়াকারের কাছে জানতে চান, কেন আমাকে প্রথম তিন ব্যাটারের মধ্যে রাখা হচ্ছে না। ওয়াকার অবশ্যই আমাদের দেশের কিংবদন্তি দ্রুত বোলার। কিন্তু কোচ হিসেবে ওঁর ভূমিকা বুঝতে পারতাম না।

আর্থার প্রসঙ্গে উমর বলেন ‘‘ আমাকে নিয়ে আর্থারের ব্যক্তিগত সমস্যা ছিল। সে সময় দলের অন্যরাও আমার সমর্থনে কথা বলেনি। এখনও প্রকাশ্যে কেও কিছু বলে না। নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি পাকিস্তানের সেই বিরল ক্রিকেটারদের একজন, যাকে সব ক্ষেত্রেই বঞ্চনা করা হয়েছে। ’’

এক টেলিভিশন সাক্ষাৎকারে উমর বলেছেন সিলেকশন কমিটি ও স্থানীয় কোচ তাকে সমর্থন দেয়নি। আর্থার তার জীবনটাকে শেষ করেছে দিয়েছে। এই বক্তব্য টুইট করেছেন পাকিস্তানের এক সাংবাদিক। তাতে পাল্টা জবাব দিয়েছেন আর্থারও। তিনি লিখেছেন, ‘আয়নায় একবার নিজেকে দেখ উমর!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button