স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে যে সকল বই পড়ুয়া শিক্ষার্থীরা যেন পাঠাগার মুখী হয় ও বিভিন্ন গেমস ও মাদকে না জড়িয়ে পড়ে এবং অন্যায় কাজে জড়িয়ে না পড়ে। সেই লক্ষে ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভ অর্জনে মসজিদ পাঠাগার ইসলামিক পাঠক ফোরামের সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার, ২০ জুন সকাল ৯ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র, সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এসময়ে বক্তব্য রাখেন, আলকোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মো. আমজাদ হোসেন, খানকায়ে মোজাদ্দেদীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রেন্সিপাল মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সন্মানিত সদস্য একরামুল হক, পাঠক ফোরামের সদস্য মো. জাকারিয়া হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুয়াজ্জিন হযরত মাওলানা রিদওয়ানুল হক।