উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার বিএনপির নেতাকর্মীর নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। গত ২২ জুন তার বড়হর গ্রামের নিজ বাড়িতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আজিজুর রহমান মানু।
এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি এম আকবর আলী বলেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য হবে মানুষের কল্যাণে কাজ করা। আর সেই কাজটা হবে সমাজ বা দেশের মানুষকে সু-শিক্ষিত করে গড়ে তোলা এবং শিক্ষক / শিক্ষা প্রতিষ্ঠান গুলো দূর্নীতি মুক্ত করা। আগামী দিনে এ কাজগুলো বাস্তবায়ন করতে পারলেই একটি আদর্শবান জাতি গঠন হবে। আদর্শবান জাতি ছাড়া কোনো দেশ বা সমাজ উন্নয়ন সম্ভব নয়। তাই পরম করুণাময় আল্লাহ তায়ালা যতদিন আমাকে জীবীত রাখেন ততদিন যেন, সুস্থ রাখেন। আমি বাকি জীবনটা উল্লাপাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো দূর্নীতি মুক্ত ও শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাবো।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক সন্টু, শফিউল মোমেন শফি, শাহীন মুন্সি প্রমুখ। অনুষ্ঠান শেষে সকল নেতাকর্মীদের মাঝে বাংলা একাডিম কর্তৃক বাংলা অনুবাদ কৃত আল কোরআন পড়ার জন্য হাতে তুলেদেন।