স্টাফ রিপোর্টার : সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত ৭জুন থেকে ১৩জুন পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে গত বুধবার সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুষ্টি সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে উদোগ গ্রহণ করেছেন তার মূল কারিগর হবেন আজকের দিনের শিশু ও তরুণ প্রজন্ম। তাদের পুষ্টিকর খাবার গ্রহণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুসম খাদ্য কিভাবে পাওয়া যাবে সেটি জানানোর জন্য পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। এই কাজে সকলের অংশ গ্রহণ করতে হবে। আজকের শিশুদের দুধে ভাতে বড় করতে হবে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়ের সভাপতিত্বে সভায় পুষ্টি সপ্তাহ সফল করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার করে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক রেবেকা সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ ফাতেমা জেলা তথ্য অফিসার আবুল খায়ের, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।