রায়গঞ্জসিরাজগঞ্জ

হাটপাঙ্গাসী অলফ্যাশনে বিক্রি হচ্ছে ঈদের পোশাক

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার নাহিদ নিউ মার্কেটে অবস্হিত আলহাজ্ব মো. রিয়াজ উদ্দিন পরিচালিত মেসার্স ওয়ান ইন অলফ্যাশনে জমে উঠেছে ঈদের জমজমাট বেচাকেনা। এখানে প্রতিটি পছন্দের পোশাকের দাম নেওয়া হচ্ছে অত্যান্ত স্বল্পমূল্যে দোকানটিতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতারা তাদের পছন্দমতো কাপড় দেখছেন। কেউবা শাড়ি, জুতা, কসমেটিক্সের বিভিন্ন ব্যবহারি পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এদিকে উপজেলার হাটপাঙ্গাসী অলফ্যাশনের প্রতিস্ঠাতা আলহাজ্ব মো. রিয়াজ উদ্দিন জানান, রমজানের প্রথমদিকে বেচাকেনার অবস্থা খুবই খারাপ ছিল। ভেবে ছিলাম এবার পোশাকের বেচাকেনা খুব একটা ভালো হবে না। তবে আল্লাহর রহমতে গত ১৮ ই রমজান থেকে বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে। এখন শিশু ও নারীদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। ইচ্ছে করলে আপনিও চলে আসতে পারেন, উপজেলার হাটপাঙ্গাসী বাজার নাহিদ নিউ মার্কেটে অবস্থিত মেসার্স ওয়ান ইন অলফ্যাশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button