কাজীপুরসিরাজগঞ্জ

কাজীপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে পৌরসভা চত্বরে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম।

পৌর কাউন্সিলর আল-ফাহিদ মঞ্জুর সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।

২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে রাজস্ব ও উন্নয়নসহ মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ১০৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ৬০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৪০৭ টাকা। এতে উদ্বৃত্তি রয়েছে ৯ লাখ ৫২ হাজার ৩৮৩ টাকা।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।

এর আগে পৌর সীমানা তোরণ, পৌর মুক্তমঞ্চ, মোহাম্মদ নাসিম মুড়াল ও ‘স্বপ্নের কাজীপুর পৌরসভা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button