স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত পুলিশের উপর হামলা চালানোর প্রতিবাদে ১০ নং সয়দাবাদ ইউনিয়নে প্রতি এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৪ টায় সময় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যমুনা ডিগ্রি কলেজ সংলগ্ন সারটিয়া তিন রাস্তার মোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে ছিনিয়ে এনেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জামায়াত-বিএনপি’র নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করবেন।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আলহাজ আব্দুল আজিজ মন্ডল, সহসভাপতি, ইউসুফ মোল্লা, সাবেক সভাপতি সাইদুল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রাশেদ, সাংগঠনিক সম্পাদক, প্রফেসর সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ। যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আলীম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি নওফেল আহামেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল মন্ডল।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান।