ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার (২ ফেব্রয়ারি) সকালে চৌহালী সরকারি কলেজ মাঠে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চৌহালীর আয়োজনে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার) জুয়েল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, পরিবার পরিকল্পনা অফিসার মো. গিয়াস উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার খালিদ মাহমুদ, খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দিন, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল সরকার, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেন, ফাজিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো. আলী আকবর, কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আবুল খায়ের, পশ্চিম কোদালিয়া দাখিল মাদরাসা বিএসসি মো. খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবু প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও জুয়েল মিয়া।