জাতীয়রাজনীতিসদরসিরাজগঞ্জ

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রোববার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশী সময় ধরে সবচেয়ে প্রতিকুল সময় পার করে দলটি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলকে গনতান্ত্রিক পন্থায় পুনর্গঠিত করে সর্বস্তরে শক্তিশালী ও আন্দোলনমুখী করার উদ্যোগ নেন। তার প্রচেস্টায়  ও নেতৃত্বে তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত আন্দোলন পরিচালনা করা হয়। পুর্নগঠন করা হয় বিএনপির পাশাপাশি ১১ টি অঙ্গসংগঠন।

স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্তমূলক মিথ্যা মামলায় ফরমায়েসী রায় দিয়ে তাঁকে ২৫ মাস অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এমনকি তিনি গুরুতর অসুস্থ হলেও তাকে উন্নত চিকিতসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেয়া হয়নি।  দিনের ভোট রাতে, নির্বাচনের নামে মশকরা করে দীর্ঘ ১৫ বছরের অধিক জোরপূর্বক ক্ষমতাসীন থাকার পর ছাত্র-জনতার অসহযোগ ও গণঅভ্যুন্থানের তোপের ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দেশ থেকে পালিয়ে ভারত চলে যান স্বৈরশাসক শেখ হাসিনা। জেল মুক্ত হয় সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান খালেদা জিয়া।

কিন্ত তার আগে দলের অগণিত নেতাকর্মীকে পোশাকি-অপোশাকি ঘাতকের গুলিতে প্রাণ দিতে হয়। প্রতিদিন মিছিল সমাবেশ এমনকি নেতাদের বাসাবাড়িতে হামলা করা হয়। দলের ৩৫ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়। তবুও থেমে থাকেনি বিএনপি’র অগ্রযাত্রা। অবশেষে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের তোপে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে এবং পালিয়ে পাশ^বর্তী রাষ্ট্রে আশ্রয় নেয়।

প্রসঙ্গত যে, ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর ফেলে আসা ৪৬টি বছরে সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই-উৎরাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর উন্নয়ন-উৎপাদনের আধুনিক রাজনীতিকে মূল প্রতিপাদ্য করে ১৯ দফা কর্মসূচির আলোকে মোটে পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে। এ দলের সমর্থকরা বিশ্বাস করেন, তার আত্মপরিচয় সে কেবল ‘বাঙালী নয়’, ‘বাংলাদেশী’।

এ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে সামরিক বাহিনীর কতিপয় ঘাতকের বুলেটের আঘাতে পৃথিবী থেকে বিদায় নেন।

কালযাত্রায় বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর। তিনবার প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন করেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশী আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেন। ১/১১ এর পটবদলের পর বিএনপিকে কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কারাগারে নিক্ষিপ্ত হন দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। প্রায় পঙ্গু করে দেওয়া হয় তারেক রহমানকে।

সর্বশেষ স্বৈরশাসক এর পতনের পর  প্রথমবারের মতো দলটি ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেঁ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ সকালে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলী। বাদ যোহর ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button