জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র প্রবীণ কল্যাণ কর্মসূচির সহযোগিতায় এবং জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ১ অক্টোবর সকালে দিবস উপলক্ষে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ গনপতি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন। সভা পরিচালনা করেন সমাজেসবা অফিসার শহর সমাজসোবা কার্যালয় মো. আলাউদ্দিন। এসময় বক্তব্য রাখেন এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির সদস্য গাজী নূর মোহাম্মদ, এনজিওর পক্ষ থেকে বক্তব্য রাখেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো. আরশাদ হোসেন জেলা প্রতবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মো. আবুল হাশেম, জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আকতারুজ্জামান। দিবসটি যথাযথ ভাবে উদযাপনের জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল সহ এনডিপির প্রবীন কল্যাণ কর্মসূচির সদস্যবৃন্দ।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “মর্যাদাপূর্ণ বার্ধক্যঃ বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ”।