সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজযাত্রীদের হজ প্রশিক্ষণের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, প্রশিক্ষণের উদ্বোধক জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা প্রমুখ।
এছাড়াও হজ যাত্রীদের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মো. রুহুল আমিন। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মো. আব্দুল্লাহ। হজযাত্রীদের প্রশিক্ষণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হযরত মো. তরিকুল ইসলাম। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা থেকে এবার ১৬২১জন হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে রওয়ানা দেবেন। এর মধ্যে ২১ সরকারিভাবে এবং ১৬০০ (এক হাজার ছয়শত) জন বেসরকারিভাবে হজগমনের উদ্দেশে রওয়ানা দিবেন।