ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ভাটার তালিকা হালনাগাদ কর্মসুচী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিন ব্যপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার কোদালিয়া পশ্চিম পাড়া দাখিল মাদরাসার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)জুয়েল মিয়া, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন, বেলকুচি উপজেলা সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. প্রিন্স মাহমুদ প্রমুখ। এতে অংশ নেন উপজেলার ৭টি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন তথ্য সংগ্রহকারি শিক্ষক ও ১২ জন সুপারভাইজার। এছাড়াও নির্বাচন অফিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।