সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক হজ্ব গমনে ইচ্ছুকদেরকে কে নিয়ে পবিত্র হজ্ব ও ওমরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র হজ্ব ও ওমরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র হজ্ব ও ওমরাহ বিষয়ের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী। আলোচক হিসেবে উপস্থিত থেকে শুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মো.তরিকুল ইসলাম, প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলাম।