চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কুরকী বেবিস্ট্যান্ট মোড়ে স্কুল ও মাদ্রাসা শিক্ষক মিলে মাষ্টার ফুড ও গিফট্ কর্ণার নামে একটি ফাস্টফুড ও নানা রকম উপহার সামগ্রীর দোকান কেক কেটে উদ্বোধন করা হয়৷
শুক্রবার (১৬ জুন) বিকাল ৫টায় উপজেলা সদর খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী বেবীস্ট্যান্ট মোড় বাজারে ফাস্টফুড, দেশী- বিদেশী কেক, চকলেট, ও বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিন, খাতনা ও বিবাহ অনুষ্ঠানের উপহার সামগ্রী বিক্রয়ের নির্ভর যোগ্য দোকানের শুভ উদ্বোধন করা হয়।
খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইদ্রিস আলী, সাবেক শিক্ষক ইমদাদুল হক, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও দোকানের সত্বাধিকারি মো. ফারুক হোসেন ও খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. আকদাস হোসাইন, রিয়াজুল জান্নাত প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক রিয়াজ উদ্দিন সোহেলসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷