স্টাফ রিপোর্টার : নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টার এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, কামারখন্দ উপজেলার কোনাবাড়ি কলেজ মোড়ে নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত এই ফ্রি স্বাস্থ্য ক্যাস্পে এনডিপির মেডিকেল অফিসার ডা. মো. আবু ইউসুফ ৪৩ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন । এছাড়াও তাদের স্বাস্থ্য পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনডিপির স্বাস্থ্য সহকারী আব্দুল মোমিন, মোছা. শোভা পারভীন ও এনডিপি কোনাবাড়ী শাখার শাখা ব্যাবস্থাপক মো. হাসান আলী তালুকদার।
উল্লেখ্য,সর্বাধুনিক মানের চিকিৎসা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কামারখন্দ উপজেলার কোনাবাড়ী কলেজ মোড়ে শীঘ্রই উদ্বোধন করছে নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টার। এই সেন্টারে থাকবে প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত আউটডোর সেবা, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা ব্যবস্থা, ২৪ ঘন্টা জরুরি চিকিৎসা, ডিজিটাল এক্স-রে, ৪ডি কালার ডপ্লার আল্ট্রাসাইন্ড, কম্পিউটারাইজড ইসিজি, প্যাথলজি, উন্নত এনালাইজার, হাসপাতাল গ্রাউন্ডে নিজস্ব ফার্মেসী, ফিজিওথেরাপি সেবা, মেডিকেল চেকআপ, নেবুলাইজার।