সদরসিরাজগঞ্জ

বিশিষ্ট লেখক ও সম্পাদক শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে বিশেষ বই পাঠ কার্যক্রমে যুক্ত হলো মাহবুব পাঠাগার

জাতীয় গ্রন্থকেন্দ্র বিশিষ্ট লেখক ও সম্পাদক শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিনে বিশেষ বই পাঠ কার্যক্রমের সূচনা করলো। দেশের ৩০টি গ্রন্থাগারের অংশগ্রহণে এই বিশেষ বই পাঠ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

কার্যক্রমে লেখক ও সম্পাদক শেখ হাসিনা’র লেখা ‘বেদনায় ভরা দিন’ পাঠ অন্তে পাঠ প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করবেন একাদশ শ্রেণি থেকে তর্দ্ধু শ্রেণির শিক্ষার্থীগন। এছাড়া ‘আমাদের ছোট রাসেল সোনা’ গ্রন্থ পাঠ অন্তে পাঠ প্রতিক্রিয়া উপস্থাপন করবেন ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীগন। অংশগ্রহনকারী গ্রন্থাগার থেকে প্রত্যেক গ্রুপের ০১ জন করে উভয় গ্রুপ থেকে ০২ জন পাঠককে মূল্যায়ন করে কেন্দ্রীয় পাঠ কার্যক্রমে অংশগ্রহনের জন্য নির্বাচিত করবেন। পরে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে ৩০ গ্রন্থাগার থেকে উভয় গ্রুপের ৬০ জন পাঠক অংশগ্রহণ করবেন। অংশগ্রহনকারী প্রত্যেক গ্রুপ থেকে সেরা ০৫ জনকে কেন্দ্রীয়ভাবে পুরস্কৃত করা হবে।

সিরাজগঞ্জ শহরের প্রেসক্লাব -দোতলায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এই বিশেষ বই পাঠ কার্যক্রমের অন্যতম গ্রন্থাগার।

 এবিষয়ে গত ৫ সেপ্টেম্বর, জাতীয় গ্রন্থকেন্দ্রে বিশেষ বইপাঠ কার্যক্রমে যুক্ত পাঠাগার প্রতিনিধিদের কর্মশালা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ থেকে কর্মশালায় অংশ নেন মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।

পরে গত শনিবার, সন্ধ্যায় মাহবুবুল হক পাঠাগার কক্ষে বিশেষ বই পাঠ কার্যক্রমে পাঠাগার এর পাঠক সদস্যগন নিজ নিজ নাম নিবন্ধন করেন। এদিন উভয় গ্রুপে ২৫ জন পাঠক সদস্য নাম নিবন্ধন করেন।

নাম নিবন্ধন ও ব্রিফি সেশন পরিচালনা করেন পাঠাগার এর সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন। তিনি জানান আগামী সোমবার ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে পাঠক সদস্যদের নাম নিবন্ধন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button