সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা আ. লীগের আয়োজনে ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালিত

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধায় এস.এস রোডস দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে সংগঠনের সভপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার আহবানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসাহাক আলি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া,সহ-সভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,যুগ্ন -সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন,যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পিয়ার চৌধুরী,সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোস্তফা কামাল তারা,সাংস্কৃতিক সম্পাদক শিল্পী কুদ্দুস,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না,সাধারণ সম্পাদক হাসনা হেনা,যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল,যুগ্ম আহবায়ক সঞ্জয় সাহা,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয় দত্ত অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা সহ জেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জাতির পিতার যোগ্য সহচর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তিনি। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সর্বদা উৎসাহ প্রদান করতেন,শেখ ফজিলাতুন্নেছা দেশ ও জাতির মঙ্গল কামনায় নিজেকে উৎসর্গ করে গেছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর বীরত্বপূর্ণ ভূমিকার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব এহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button