বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর তত্বাবধানে ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মৌসুমী বন্যায় আগাম সাড়াদান প্রকল্প-২০২৩ এর বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়ার ডেমোস্ট্রেশন সম্পন্ন হয়। বিশ^ খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর অর্থায়নে ০২ আগস্ট ২০২৩ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ২টি অংশে প্রদর্শিত হয়। প্রথম অংশে দূর্যোগ নিয়ে জরুরী সভা ও দ্বিতীয় অধিবেশনে পারিবারিক প্রস্তুতি বিষয়ে প্রদর্শণী উপস্থাপন করা হয়।
প্রথমে বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়ার আলোচনা সভা অনুষ্ঠিত এবং সিদ্ধান্ত সমুহ রেজুলেশনে লিপিবদ্ধ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নবীদুল ইসলাম এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের ডা. হাবিবে মিল্লাত, এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা ত্রাণ ও পূর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ও এনডিপি’র উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান। এসময় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ মতামত উপস্থাপন করেন।
অতপর সায়দাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়ার ডেমোস্ট্রেশন পরিদর্শন করেন সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত, এমপি। এসময় তিনি বিভিন্ন দৃশ্যপট পরিদর্শন করেন এবং বন্যা কবলিত এলাকার মানুষদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত গ্রহণ করেন।
বার্তা প্রচার, ফ্লাড মার্কার, কৃষক সমাবেশ, ছাত্র সমাবেশ, মসজিদে ও বাজারে বার্তা প্রচার, বন্যায় শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র এর জোগান, যাতায়াত এর জন্য ভেলা তৈরি ও এফজিডি সম্পর্কিত আলোচনা, জরুরি বার্তা প্রচার, আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের আহবান, আশ্রয় কেন্দ্রে উপস্থিতি পরবর্তীতে নিবন্ধন করা, গরু-ছাগলের ভ্যাক্সিনেশন ও চিকিৎসা প্রদানসহ ৬টি বুথ খোলা হয়। বুথ গুলোতে স্বাস্থ্য সেবা, জনস্বাস্থ্য, কৃষিভিত্তিক উপকরণ, বিকাশ কেন্দ্র, সাধারণ বুথ (এনজিও) ও নিবন্ধন সেবা প্রদান করা হয়।
পরিদর্শন পরিবর্তীতে প্রধান অতিথি, এ ধরণের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য বাস্তবায়নকারী সংস্থা এনডিপি ও দাতা সংস্থা ডাব্লিউএফপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে বলেন, বন্যা কবলিত এলাকাবাসী বন্যার পূর্বাভাস সম্পর্কে যে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং যারা প্রশিক্ষণ প্রদানে নিরলসভাবে পরিশ্রম করেছেন তা সত্যি প্রশংসার দ্বাবিদার। এটি আমাদের জন্য শিক্ষা যা আমরা বন্যা কালিন সময়ে কাজে লাগিয়ে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিআরআরও বলেন, এই আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে। দুর্যোগকালীন সময়ে যে বিষয়গুলো জরুরি এবং যে পদক্ষেপগুলো নেয়া দরকার তা আজ আমরা এই মহড়ার মাধ্যমে দেখতে পেরেছি। এধরনের মহড়া সকল দুর্যোগপূর্ণ এলাকায় বাস্তবায়ন করা প্রয়োজন বলে আমি মনে করি। তাহলে ক্ষয়-ক্ষতির পরিমান অনেকাংশেই হ্রাস করা সম্ভব হবে।
আরও উপস্থিত ছিলেন- ডাব্লিউএফপি প্রতিনিধি- সাদেকআলী, উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, প্রকল্পের জেলা সমন্বয়কারী বিলাস রঞ্জন দাস, সহকারী ব্যবস্থাপক (এমএন্ডই) শাফিউল-কাফি সুমন, সহকারী ব্যবস্থাপক (আরএন্ডডি) মো. জানাফার ইসলাম এবং প্রকল্পের সকল উপজেলা সমন্বয়কারী ও ফিল্ড ফ্যাসিলিটেটর।