রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়। “বাজেট সভায় অংশ গ্রহণ করবো,নিজের চাহিদা নিজেই বলবো” এই স্লোগানকে সামনে রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষে জন অংশগ্রহনে ৮নং পাঙ্গাসী ইউনিয়নের আয়োজনে বৃহস্পতিবার ২৫ মে, সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে এই উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম নান্নু।
সভাপতিত্বে ইউপি সচিব মো. রেজাউল করিম উম্মুক্ত বাজেট সভায় ৬ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ২শত ৬৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন। এসময় ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান বেল্লাল খান, উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. জাহিদুল ইসলাম বুন, উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক মো: শাহ আলম সরকার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মল্লিকসহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উম্মুক্ত বাজেট সভায় অংশগ্রহণ করেন।