তাড়াশসিরাজগঞ্জ

তাড়াশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

তাড়াশ প্রতিনিধি: “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যম কর্মী, বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ, স্কুল -কলেজের প্রধানগণ ও ছাত্র-ছাত্রী। এ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তাড়াশ উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুন্নবির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, সাহিত্য গবেষক আব্দুল কাদের, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক, বে-সরকারী উন্নয়ন সংস্থা ভিলেজ ভীষনের পরিচালক শরিফুল ইসলাম, উপদেষ্টা সাইফুল ইসলাম, বৈসম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা মিলন, নিরব প্রমূখ।

এবার মেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ১৫টি স্টল স্থান অংশ নেয়। ইউএনও সুইচিং মং মারমা এবং কর্মকর্তারা স্টল গুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button