জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র উদ্যোগে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সহযোগিতায় উচ্চ পুষ্টি সমৃদ্ধ গোখাদ্য ও সাইলো ড্রাম বিতরণ করা হয়।
গতকাল রোববার ১৪ জুলাই মৌসুমী বন্যার আগাম কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় মুনসুর নগর ইউনিয়নের গবাদিপশু পালনকারী ৩২০ টি পরিবারের মাঝে প্রত্যককে ৫০ কেজি গো খাদ্য এবং একটি করে ৬৬ লিটারের ধারন ক্ষমতা সম্পন্ন সাইলো বিতরণ করা হয়।
এনডিপি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ।
বিশেষ অতিথি’র বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বন্যা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য এনডিপি’র উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য কৃষি বীজ, সার ইত্যাদি উপাদান বিতরণ করার জন্য আহবান জানান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যাকালীল সময়ে গবাদি পশুর সুরক্ষা নিশ্চিতের জন্য ভ্যাক্সিন করানোর আহবান করেন। বিশেষ করে ল্যাম্পি স্কিন ডিজিজ থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আহবান জানান ।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এনডিপি’র এরুপ মহোতী কাজ বাস্তবায়নে এনডিপি’র নির্বাহী পরিচালক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে এনডিপি বরাবরই কাজিপুর উপজেলার বানভাসি মানুষের পাশে থেকে কাজ করে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে কাজিপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান, মনসুর নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়নের বানভাসি মানুষসহ এনডিপি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে জরুরি চিকিৎসা ও নিরাপদ পানির ব্যবস্থা করা হয়।