জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র বাস্তবায়নে এবং ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর সহযোগিতায় গো খাদ্য ও সাইলো ড্রাম বিতরণ করা হয়। গত সোমবার ১৫ জুলাই সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের গবাদিপশু পালনকারী ৩২০ টি পরিবারের মাঝে প্রত্যককে ৫০ কেজি গো খাদ্য এবং একটি করে ৬৬ লিটার ধারন ক্ষমতা সাইলো একটি বিতরণ করা হয়।
কাজিপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা হক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন চরগিরিশ ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু সাইদ সরকারসহ ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য। এছাড়া ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর প্রতিনিধি মো. শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে স্বাগত বক্তব্য ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিপন চন্দ্র নাগ। সাইলো ও গো খাদ্য গ্রহনকারী গণ বলেন এনডিপি ও এফএও সংস্থা সহ যে সকল প্রতিষ্ঠান তাদেরকে সাইলো ও গো খাদ্য দিয়ে সহযোগিতা করেছে তা তাদের অনেক উপকারে আসবে। তারা এই বন্যার পানি বৃদ্ধির কারনে ঘাস সংগ্রহ করতে পারে না। তাদের গবাদিপশু গুলো অনাহারে দিন পার করছে। তাই তারা প্রাপ্ত গো খাদ্য গুলি দিয়ে প্রায় ১০ থেকে ১৫ দিন তাদের পালিত গবাদিপশুকে খাওয়াতে পারবে বলে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সুবিধাভোগী গণ এই সাইলো ও গো খাদ্য বিতরণে যে সকল প্রতিষ্টান সম্পৃক্ত রয়েছে সকল প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। বিতরণ কার্যক্রমে স্থানীয় জন প্রতিনিধি সাংবাদিক উপস্থিত ছিলেন।