উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিতে নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, এ বছর কৃষকদের মাঝে এক বিঘা করে জমি চাষের জন্য ইউনিয়ন ভেদে ১ কেজি সরিষা, গম, ভুট্টা, অড়হর, মসুর, খেসারী, বাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছ। প্রত্যেক কৃষক কে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারও বিনামূল্যে দেওয়া হয়। আগামী ২ দিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১৫ হাজার ৪৩০ জন কৃষক কে এসব সার বীজ প্রদান করা হবে। বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে ।