নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) ফজলুল হক এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর ২০২৪) হাট বয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য, হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
বিদায়ী বক্তব্য রাখেন, হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ( কৃষি ) ফজলুল হক। বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম মুন্সি,সাইফুল ইসলাম, গোলাম মওলা, সহকারী শিক্ষক শাহ আলম,ওয়াজেদ আলী কপত,মশিউর রহমান শিমুল,অফিস সহকারী হাবিবুর রহমান হবি, নবম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুন,সপ্তম শ্রেণীর ছাত্রী সালমা খাতুন প্রমুখ।