’মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ এই প্রতিপাদকে সামনে রেখে সিরাজগঞ্জে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গত রোববার (১৪ জুলাই) সকাল ৯ টায় জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বর্নাঢ়্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ রুহল আমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
প্রধান অতিথি বলেন, পৃথিবীর কোথাও মাদক গ্রহণ বা সেবনকে অনুমতি দেয়া হয়নি। আর তাই এটা সমাজে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সামাজিক অবক্ষয়। মাদক মাথা থেকে পা পর্যন্ত শরীরের সকল অঙ্গকে অকেঁজো করে দেয়। বিশেষ করে পুরুষদের জন্যই নেশা মরন ব্যাধি হিসেবে দেখা দেয়। কারণ আমাদের সমাজে পুরুষরাই বেশি মাদকাসক্ত। আর তাই মস্তিষ্ক বিকৃতি, চিন্তাশক্তিতে বাধা প্রদাণ, চোখের যতি কমে যাওয়া, মুখ গহ্বর ও খাদ্য নালীসহ দেহে ক্যান্সারের আবির্ভাব, স্নায়ুতন্ত্রকে উদ্দিপিত করা থেকে বাঁচতে হলে সুস্থ সুন্দর জীবন উপভোগ করতে হলে মাদককে বর্জন করুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ফ. ম ওবায়দুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় প্রমুখ।
এছাড়াও সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী রোভার স্কাউট ইউনিটের সকল সদস্যগণ, ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলেদেন অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জান্নাত আরা হেনরী।