সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

” তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো সিরাজগঞ্জেও বিশ্ব বসতি দিবস পালিত হয়। দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ অক্টোবর) সকালে  কালেকক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা  বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বনার্ঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জের আয়োজনে ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, সুনীতি ইঞ্জিনিয়ার কনসালটেন্সের পরিচালক নারায়ণ চন্দ্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button