বেলকুচিসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস প্রোগ্রামের স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পের আওতায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেলকুচি সিরাজগঞ্জের বাস্তবায়নে, সোমবার (৪ নভেম্বর) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আ. মু. আহসান শহীদ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ,কে, এম মফিদুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. ওয়াহিদুল আমিন, বিভাগীয় সমন্বয়কারি কৃষিবিদ মো. জাকিউল হাসান প্রমুখ। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কৃষকদের বায়োফর্টিফাইড শস্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রকল্প এলাকার ৩১,০০০ (একত্রিশ হাজার) কৃষক এই বোরো মৌসুমে জিংক ধান ব্রি ধান৭৪ ও ব্রিধান ১০০ এর বীজ ও প্রশিক্ষণ সুবিধা পাবে। স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস এর অর্থায়নে, হার্ভেস্টপ্লাস সলিউশনস বাংলাদেশ ( নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ হিসাবে নিবন্ধিত) এর মাধ্যমে রাজশাহী বিভাগের, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলায় বাস্তবায়িত হচ্ছে। হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্য শস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বাস্থ্যেও উন্নতি করে। হারভেস্টপ্লাস বাংলাদেশ জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। এসময়ে অনুষ্ঠানে বেলকুচি উপজেলার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button