স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে বেসরকারী ব্যাংক এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্রাঞ্চের ব্যাংক ম্যানেজারদ্বয়ের বিদায় ও দায়িত্ব হস্তান্তর ও বরণ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮.৩০ মিনিটে ব্যাংকের অভ্যন্তরে ব্যাংক কর্মকর্তারা এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখায় ব্যাংকের ম্যানেজার এম এম কামরুল হাসান এর বিদায় ও নবাগত ম্যানেজার মো. কাওসার হাবীব কে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে এসপিও এবিএম আশীকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মুওাদীর, ওমর ফারুক, মো. আবুল হোসেন, প্রমুখ।
নবাগত ম্যানেজার মো. কাওসার হাবীব সুস্বাস্থ্য ও দীর্ঘায়ী কামনা করে ব্যাংকে বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, এম এম কামরুল হাসান এর আন্তরিকতা ও একান্ত প্রচেষ্টায় গ্রাহকরা সহজে ব্যাংক লেনদেন পেয়ে উপকৃত হয়েছে। তাকে অনুসরণ করে, তার মত আপনারা গ্রাহকদের প্রতি আন্তরিক হলে ব্যাংকের লেনদেন বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সফল হবেন। এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী ম্যানেজার এম এম কামরুল হাসান তিনি তার বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখায় এই ব্রাঞ্চটি আমার সময় শুভ উদ্ভোধন হয়েছে। এই সিরাজগঞ্জে আমার সময়ই যাত্রা শুরু করে। আজকে আমার বদলীজনিত বিদায়, তাই বিদায় শব্দটিই একটি অন্যরকম অনুভূতি। বিদায় মানেই বিশাল শূন্যতা সৃষ্টি হওয়া। কিছু কিছু বিদায় আমাদেরকে কাঁদায়, কিছু কিছু বিদায় আমাদেরকে অনুপ্রাণিত করে। ব্যাংকিং জীবনে বিভিন্ন ঘটনা উল্লেখ করেন এবং আশ্বাস প্রদান করেন ব্যাংকের যে কোন প্রয়োজনে তাকে ডাকা হলে তিনি সাড়া দিবেন। এ সময় তিনি সবার কাছ থেকে বিদায় চাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।