রায়গঞ্জ থেকে, মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বর গাতি ও মাটি কোড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালে একটি ব্রিজ না থাকায় বাশেঁর তৈরি সাঁকো দিয়ে প্রায় পঁচিশ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। প্রতিদিন শতশত শিক্ষার্থী ও হাজারো মানুষ এই বাঁশের তৈরি সাঁকো পার হয়ে হাট বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। কোনো উপায় না পেয়ে খালের দু’পাড়ের মানুষ চাঁদা ধরে প্রায় পঁচিশ বছর আগে নির্মাণ করা হয় দীর্ঘতম বাঁশের সাঁকোটি। মাঝে মাঝে সাঁকোটি নরভর হলে কিংবা কোথাও ভেঙ্গে গেলে কোনো দেরি না করে গ্রামের সবাই মিলে চাঁদা ধরে সংস্কার করে থাকেন।
তাতেই যুগের পর যুগ ধরে পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ জনসাধারণ। বর্তমানে সাঁকোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপজেলার রামেশ্বরগাতী ও মাটিকোড়া সহ আশ-পাশের অসংখ্যক মানুষ এই বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করে থাকে। সরেজমিন গিয়ে দেখা যায়, লোকজন হেটে সাঁকো দিয়ে খাল পার হচ্ছে। জীবনের ঝুঁকি নিয় শিশু শিক্ষার্থীরাও পার হচ্ছে। সাঁকোটি পার হতে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে নারী-শিশু, প্রবীণ এবং রোগী ও তার স্বজনদের। বিশেষ করে বাঁসের সাঁকোটিতে পারাপার হতে কষ্ট হয় শীতের সকালে ও বর্ষা কালে। কারণ এ সময় বাঁশের সাঁকোটি পিচ্ছিল হয়ে যায়। ফলে পা ফসকে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনাও। এমন অবস্থায় উপজেলার রামেশ্বরগাতী ও মাটিকোড়া খালের উপর একটি ব্রিজ নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নান্নু তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড়দাবি জানিয়েছেন এলাকাবাসী।