সিরাজগঞ্জ

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে ভাঙ্গুড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা

ভাঙ্গুড়া প্রতিনিধি: দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করা হচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে অনেক শিক্ষার্থী কাজ করছেন।

ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন বিভিন্ন জেলার মানুষ। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখ লাখ মানুষ।

বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তায় কয়েক’শ টন ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন শায়খ আহমাদুল্লাহ’র ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’। দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভাঙ্গুড়া উপজেলার আপামর জনসাধারণ।

ভাঙ্গুড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা জানান, আমরা টাকা সংগ্রহ করে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ’র আস-সুন্নাহ ফাউন্ডেশনে সংগ্রহ করা টাকা পাঠানো হবে। এখন সবাইকে আহ্বান করছি, বন্যায় উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button