গণপ্রজাতন্ত্রী কর্মসূচিটি বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির প্রশিক্ষণ পরিদর্শন করেন সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী ইউয়িনে মাঠ পর্যায়ে উপকারভোগীদের প্রশিক্ষণ পরিদর্শন করেন। এসময় তিনি জীবন দক্ষতা ও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে উপকারভোগীদের সাথে আলোচনা করেন। পরিদর্শনকালে প্রোগ্রাম অফিসার ও সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা আল আশরাফ ও কর্মসূচি সমন্বয়কারী ফজল করিম উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।