কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ আয়োজন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) সাবরিন আক্তার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজীপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা পরিমল কুমার তরফদার, সহ-সভাপতি এস এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।