গণমাধ্যম কর্মীদের সাথে সিরাজগঞ্জ সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবিরের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে সদর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসি হুমায়ন কবির। মতবিনিময় সভা সঞ্চালনা করেন এনটিভি জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না।
এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরুক গুণ, কালের কন্ঠ জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, ইন্ডিপেনডেন্টে টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর প্রমুখ।
এসময় সদর থানার ওসি অপারেশন সুমন চন্দ্র দাস, সেকেন্ড অফিসার সাইফুল ইসলামসহ জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনক্সি মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।