কাজীপুরসিরাজগঞ্জ

কাজীপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে সাংবাদিকদের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতবিনিময় করেছেন। সোমবার সন্ধ্যায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যার যার অবস্থান থেকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি চাই কোন সেবা প্রত্যাশী যেন হতাশ হয়ে থানা ত্যাগ না করেন। পুলিশের কাছ থেকে সর্বাত্মক সেবা পাবেন সেবা প্রত্যাশীরা। আমি কোন মাধ্যম বা দালাল পছন্দ করি না। সাধারণ মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পান সেক্ষেত্রে আমার চেষ্টার কোন কমতি থাকবে না।’

এ সময় কাজীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি টি এম কামাল (দৈনিক যমুনা প্রবাহ), সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান (সময়ের আলো), কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (দৈনিক যুগের কথা ও ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (আজকের পত্রিকা)।

এ সময় উপস্থিত ছিলেন, কাজীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবু তৈয়ব সুজয় (দৈনিক চাঁদনী বাজার), নির্বাহী সদস্য জহুরুল ইসলাম (দৈনিক সিরাজগঞ্জ বার্তা), সদস্য রোকনুজ্জামান রাসেল, সাংবাদিক আমিনুল ইসলাম, আব্দুল মজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button