কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে সিরাজগঞ্জ-২ (কামারখন্দ -সিরাজগঞ্জ সদর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না’র সাথে কামারখন্দ প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল এগারোটার দিকে কামারখন্দ প্রেসক্লাব হলরুমে কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল হোসেন মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না আপনাদের সবাইকে সততার সাথে কাজ করতে হবে। যার কপাল মন্দ তার বাড়ি কামারখন্দ এক সময়ের এই প্রবাদ বাক্য উল্টে গিয়ে যার কপাল উন্নত তার বাড়ি কামারখন্দ হয়েছে। অন্ধকার আচ্ছন্ন কামারখন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এখন আলোকিত হয়েছে। সরকারের এই উন্নয়ন চিত্র ও কামারখন্দ বাসির চাওয়া পাওয়া তুলে ধরতে অহবান জানান।