রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: শনিবার সারারাত ভারী বৃষ্টিতে পানিতে থৈ থৈ করছে উপজেলার বিভিন্ন ফসলের মাঠ। তলিয়ে গেছে জমির নিচু আইল ও শ্যালো মেশিনের বিভিন্ন ড্রেনও। এসব ধান খেতের আইল ও ড্রেনের পানিতে বিভিন্ন ধরনের ছোট মাছ ধরার ধূম পড়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় আশ্বিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন আমন ধানের জমিতে দেখা দিয়েছে হরেক রকমের ছোট মাছ। বিশেষ করে পুটি, মোয়া ও ভাগ্না মাছ। তাই ঘরে বসে নেই সৌখিন মৎস শিকারীরা। পুরুষদের পাশাপাশি গৃহিনীরাও নেমে পড়েছেন মাছ ধরতে। এ যেনো দেখা দিয়েছে মাছ প্রেমীদের মিলনমেলা। এ মিলন মেলায় বড়দের পাশাপাশি ছোটদেরও দেখা গেছে চোখে পড়ার মতো। উপজেলার গ্রামপাঙ্গাসী ও মিরের দেউলমূড়ার জমির বিভিন্ন আইল ও ড্রেনের পানিতে দেখা যায় এমন মনোমুগ্ধকর দৃশ্য। বাঁশের তৈরি দিয়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় জাল দিয়েই ধরা হচ্ছে নানা প্রজাতির দেশীয় ছোট মাছ। মাছ ধরার এমন দৃশ্য উৎসুক দর্শকদের দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেও দেখা গেছে। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক, ও হাবিজুল ইসলাম জানান, ৫ অক্টোবর শনিবার সারারাত ভারী বৃষ্টিতে ধানের ক্ষেতের নিচু আইল ও শ্যালো মেশিনের ড্রেনের মধ্যে দেশীয় জাতের প্রচুর মাছ দেখা যাচ্ছে। এসব মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন আমাদের মতো উপজেলার বিভিন্ন বয়সের নারী পুরুষেরা।
পরবর্তী দেখুন
4 days ago
সিরাজগঞ্জে বাবলা স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত
2 weeks ago
এনডিপি’র নির্বাহী পরিচালকের পক্ষ হতে ঈদ উপহার
3 weeks ago
দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন
3 weeks ago
উদ্যোক্তা আব্দুল মালেক এর দুগ্ধজাত পণ্যের সনদায়ন, বৈচিত্রায়ন ও তার সফলতার গল্প
3 weeks ago
উত্তরের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close