স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার টুঙ্গী পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের মাজার জিয়ারত ও পুস্পস্তবক অর্পন করেন। সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর নেতৃত্বে বৃহস্পতিবার শিক্ষক নেতৃবৃন্দ জাতির পিতার মাজার জিয়ারত করেন।
নেতৃবৃন্দ ওই দিন সকাল ছয় টায় সিরাজগঞ্জ থেকে যাত্রা করে বিকেল তিন টার দিকে টুঙ্গী পাড়ায় পৌঁছান। তারা মাজার জিয়ারত শেষে বঙ্গবন্ধুর কবরে পুস্পস্তবক অর্পন করেন। পরে নেতৃবৃন্দ মাজার এলাকায় অবস্থিত লাইব্রেরি ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও জেলা কমিটির সহসভাপতি আব্দুল হালিম, কেসি আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহসভাপতি আলমগীর কবির, কার্যকরী সদস্য মলি¬কা সানাউল্লাহ আনসারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, কার্যকরী সদস্য তেতুলিয়া চুনিয়া হাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসলেম উদ্দিন, কার্যকরী সদস্য পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, কার্যকরী সদস্য আড়িয়া মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, কান্দা পাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদরুল আলম ও মফিজ উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।