মব জাস্টিসের নামে মানুষ খুন বন্ধ, মাজার ভাঙ্গার সাথে যুক্ত সন্ত্রাসীদের শাস্তি, পাহাড়ী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা ও সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জেলা বাম গনতান্ত্রিক জোট সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনের আয়োজন করে।
গত শনিবার, ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের এস এস রোডে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির জেলা কমিটির সভাপতি শহিদুল্লাহ সবুজ। এসময় বক্তব্য রাখেন বাসদ জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবিদ হোসেন, জেলা সিপিবি নেতা ইসমাইল হোসেন, সুলতান আহমেদ বাসদ নেতা পলাশ কুমার ঘোষ প্রমুখ।
বক্তাগন তাদের বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এর আকাঙ্খা হচ্ছে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন। কিন্তু দেড়-মাস যেতে না যেতে মব জাস্টিসের নামে মানুষ খুন হচ্ছে পাহাড়ে, নির্যাতন হচ্ছে। এছাড়া, পুলিশ বাহিনীকে সচল করার ক্ষেত্রে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যার ফলে মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে। নেতৃবৃন্দ অবিলম্বে পাচারকৃত সকল টাকা ফেরত আনাসহ বাজার নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা অতিদ্রুত বাজার নিয়ন্ত্রণ করে জন জীবনে শস্তি আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ।