তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে আবাদি জমিতে অপরিকল্পিতভাবে পুকুর খনন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বোয়ালিয়া, সড়াপপুর, ঝুরঝুরি, ভিকমপুর ও জাহাঙ্গীরগাতী গ্রামের কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন তাড়াশ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ রেজা সেতার, তাড়াশ সদর ইউপি সদস্য মো. সোলায়মান হোসেন, কৃষক নেতা মো. শহিদুল ইসলাম, মোঃ মাসুদ রানা প্রমুখ। বক্তারা বলেন কিছু অসাধু ব্যক্তি কৃষকদের নিকট থেকে জমি লীজ নিয়ে অপরিকল্পিত ভাবে যত্রতত্র শত শত পুকুর খনন করছে। ফলে পানি প্রবাহের রাস্তা বন্ধ হয়ে মারাত্মক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে উল্লেখিত কয়েকটি গ্রাম সহ এলাকার শত শত কৃষকের বাড়িঘর সহ প্রায় ৩হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়া বর্তমানে আমন ধানের আবাদ করা সম্ভব হয়নি এবং আগামী ইরি বোড়ো মৌসুমে চাষাবাদেরও অনুপযোগী হয়ে পড়েছে। পরে সমস্যাটির দ্রুত সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।