শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে আমার দেশ পত্রিকার সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহেরর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো. আসলাম আলী আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন,শাহজাদপুর প্রেসক্লাবের সভপতি বিমল কিমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেনসহ শাহজাদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ। উল্লেখ্য, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরন ও হত্যার চেষ্টা মামলায় গত বছর ১৭ আগষ্ট ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমামানকে ৭ বছর সশ্রম কাড়াদন্ড প্রদান করেন। সেই রায়ের সাজা প্রাপ্ত আসামী মাহমুদুর রহমান গত রবিবার আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও ১শ ১৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।