সদরসিরাজগঞ্জ

কাউন্সিলর তরিকুল হত্যার দ্রুত বিচার দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় নতুন ভাঙ্গাবাড়ি থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরবর্তীতে তারা সিরাজগঞ্জ কোর্ট চত্বরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে ৬ নং ওয়ার্ড ও নতুন ভাঙ্গাবাড়ির সকল নারী পুরুষসহ স্থানীয়রা মানববন্ধনে অংশগ্রহণ করেন।  এসময়ে বক্তব্য রাখেন নিহত ছেলে তরিকুল ইসলামের ছেলে মো. ইকরামুল হাসান হৃদয়, আইনজীবী সমিতির সদস্য নূর মোহাম্মদ, মো. রেজাউল ইসলাম সোহাগ, সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবী জানিয়ে ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সরকারের প্রতি বিশেষ আহবান জানান। উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি (শনিবার) দ্বিতীয় দফা পৌর নির্বাচনে সিরাজগঞ্জের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তরিকুল ইসলাম জয়লাভ করেন। পরে আনন্দ মিছিল করার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনের সমর্থকরা নব নির্বাচিত কাউন্সিলের উপর হামলা করে এবং ছুরিকাঘাত করে। পরে তরিকুল আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button