স্টাফ রিপোর্টার : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ জেলার হিউম্যন রাইটস ডিফেন্ডারসদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
গত ৩০ জানুয়ারি সোমবার, এনডিপি শহর শাখায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। সভা পরিচালনা করেন এনডিপির উপপরিচালক কাজী মাসুদুজ্জামান। সভায় সিরাজগঞ্জ জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ। এসময় সিরাজগঞ্জ জেলার হিউম্যন রাইটস ডিফেন্ডারস এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় উন্মুক্ত আলোচনায় মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনার সিরাজগঞ্জ জেলার চলমান ১১ টি থানায় ৬৫ টি মামলা নিয়মিত ফলোআপ নিশ্চিত করা বিষয়ে বিস্তারিত আলোকপাত হয়। সেই সাথে যথাযথ ভাবে ফলোআপ করার সিদ্ধান্ত হয়। এছাড়া জেলার জজ ও সহকারী জজ সহ প্রশাসনের সাথে সমন্বয় সাধন বা প্রকল্পের কাজ সম্পর্কে অবগত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে যোগাযোগ করার জন্য হিউম্যান রাইটস ডিফেন্ডার কাজী মাসুদুজ্জামান, হেলাল আহমেদ ও শিপন চন্দ্র নাগ নিয়ে তিন সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
সভায় সাতক্ষীরা জেলার সাংবাদিক রঘুনাথ খায়ের মুক্তির বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করাসহ সিরাজগঞ্জ জেলা পরিষদের কর্মী আত্মহত্যার বিষয়টি নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিংস করার জন্য শিপন চন্দ্র নাগ ও মাকসুদা খাতুনকে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়া পত্রিকা প্রকাশের তথ্য সংগ্রহ করা, বাংলাদেশ মানবাধিকার কমিশনে রিপার্ট প্রদান করা, যে কোন মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনার সঠিক তথ্য নিশ্চিত করা, সিরাজগঞ্জ এইচআরডি গ্রুপ নামে ওয়াটসঅ্যাপ খোলাসহ বিগত দিনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।