চৌহালীবেলকুচিসিরাজগঞ্জ

শিহাব হত্যা: সাবেক এমপি মমিন মন্ডল সহ ৩৩ জনের নামে হত্যা মামলা

এনায়েতপুর প্রতিনিধি: গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র শিহাব হত্যায় সিরাজগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডলেক প্রধান আসামি করে সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ৩৩ জনের নাম উল্লেখ করে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ২/২০২৪, তাং- ১৯.০৮.২০২৪। এ ছাড়া আরও ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।

গত সোমবার (১৯ আগস্ট) রাতে এনায়েতপুর থানার সন্তোষা গ্রামের মো. আব্দুল মোতালেব এর ছেলে মো. সোলায়মান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মো. সোলায়মান এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য। মো. সোলায়মান জানান শহীদ সিহাবের আত্মীয় স্বজনের সাথে কথা বলেই এ মামলা দায়ের করা হয়।

মামলায় আসামিদের মধ্যে সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল, মন্ডল গ্রুপের পরিচালক হাজী আব্দুল আলিম মন্ডল, মন্ডল গ্রুপের পরিচালক হাজী জুবায়ের মন্ডল, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, চৌহালী উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহমদ মোস্তফা খান বাচ্চু, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, এনায়েতপুর থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, ১ নং সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার নবনিযুক্ত ওসি মো. হাসিবুল্লাহ জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র শিহাব হত্যার ঘটনায় সিরাজগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মমিন মন্ডলসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মো: সোলায়মান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button