সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এসময় প্রধান অতিথি বলেন, মাদকের ছোবলে পরিবার ও সমাজ ধ্বংসের দিকে যায়। আজকের তরুণ সমাজকে বাচাতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে প্রশাসক ও নাগরিক সমাজের সদস্যবৃন্দের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক দ্রব্য বেচাকেনা বন্ধ করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, জেলা এাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হালিমুল হক মিরু, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় সরকারি ও বেসরকারী অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা কমিটির মিটিং শেষে সিরাজগঞ্জ সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা চেয়ারম্যানগণ সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচছা জানান।