জাতিসংঘ বিশ^ স্বাস্থ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের ৮টি বিভাগে বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
কর্মসূচির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারি, এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান রংপুর জেলার গংগাচড়া উপজেলার আওতাধীন প্রকল্প অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সকল ষ্টাফদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি কর্মসূচির কার্যক্রম সম্পর্কে অবগত হন, একই সঙ্গে কর্মকর্তাদের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন মুল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, ম্যানেজার (এইচআরএন্ডএডমিন) নয়নী তালুকদার, ম্যানেজার (এফএন্ডএ) আরজুমুন ও ডেপুটি ম্যানেজার (ট্রেনিং) সোমাদাস।