ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কৈশোর কর্মসূচির আয়োজনে উপজেলা পর্যায়ে দিনব্যাপি কৈশোর মেলা অনুষ্ঠিত হয়। সোমবার ২৬ ফেব্রুয়ারি রায়গঞ্জ উপজেলা পরিষদে দিনব্যাপী এই মেলায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ১০ টি স্টল স্থান পায়। স্টল গুলোতে কৈশোর কর্মসূচির ক্লাব সদস্যরা স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা, কৈশোর কর্মসূচির বার্তা, পোস্টার, দেয়ালিকা, হাতের বিভিন্ন কাজ, বিভিন্ন পিঠা উৎসব ক্লাবের উদ্যোগে উপস্থাপন ও প্রদর্শন করেন। এছাড়াও মেলায় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা রকম আয়োজন করা হয়।
এদিন মেলা উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন এনডিপির জোনাল ম্যানেজার মো. গোলাম মোস্তফা, রায়গঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক মাখন লাল ভৌমিক, এনডিপি চান্দাইকোনা শাখার শাখা ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. আল মাহমুদ, , ভুইয়াগাতী হাই স্কুল এর শিক্ষক মোছা. মাহবুবা খাতুন সহ শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। দিন ব্যাপী মেলায় অতিথিরা এনডিপির এই আয়োজনকে সাধুবাদ জানান এবং কিশোর কিশোরীদের মেধার পাশাপাশি শারিরীক উন্নতি হচ্ছে বলেও জানান। এছাড়াও এই আয়োজন বেশি বেশি করার জন্য অনুরোধ করেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রোগ্রাম পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার মো. বাপ্পী সরকার।