এমনিতেই গত এক বছর ধরে কোন ক্লাব পাচ্ছিলেন না। এর মধ্যে জন্মদাতা পিতা চলে গেলেন পৃথিবী ছেড়ে। দুয়ে মিলে প্রচন্ড মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কার্লোস তেভেজ। বাধ্য হয়ে ফুটবলই ছেড়ে দিলেন মেসির প্রাক্তন সর্তীর্থ আর্জেন্টিনা ফুটবলার কার্লোস তেভেজ। ২০ বছরের ফুটবল ক্যারিয়ারে তেভেজ দুবার বিশ্বকাপ খেলেছেন। খেলেছেন অলিম্পিকে সোনা জয়ী দলে।
তেভেজ চাইনার ইতিহাসে সর্বোচ্চ মজুরির খেলোয়াড় হিসেবেও চুক্তিবদ্ধ হয়ে খেলেছিলেন। মেসির এক সময়ের সতীর্থ এই আর্জেন্টিনার খেলোয়াড় এক টিভি চ্যানেলে খেলা ছেড়ে দেওয়ার নিজের সিদ্ধান্তের কথা জানান।
একসময় তেভেজ চুটিয়ে খেলেছেন আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবলে। খেলার মাঠে বক্সের মধ্যে ছিল তাঁর ক্ষিপ্রতা। ছিল গোল করার দক্ষতা । যেকারণে মাঠে ও মাঠের বাইরে বার বার হয়েছেন প্রশংসিত কার্লোস তেভেজ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে পিতা সেগুন্দো রাইমুন্দো মারা যান। এসময় ৩৮ বছরের তেভেজ মানসিকভাবে ভেঙে পড়েন। অবশ্য সেগুন্দো তার আসল বাবা ছিলেন না। জন্মের আগেই তাঁর আসল বাবা মারা গিয়েছিলেন। সেগুন্দোই তখন তেভেজকে দত্তক নেন। এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন তেভেজের পাশে। সেকারণেই তেভেজ তার দত্তক নেয়া পিতার মৃত্যুর পর বিধ্বস্ত হয়ে পড়েন। নিজেকে বোকা জুনিয়র্স থেকে সরিয়ে নেন। এসময়ই তিনি বলেছিলেন, নিজের সবচেয়ে বড় সমর্থককে হারালাম।
২০ বছরের ফুটবল ক্যারিয়ারে কার্লোস তেভেজ বোকা জুনিয়র্স থেকেই তার ফুটবল জীবনের শুরু। খেলেছেন ওয়েষ্ট হাম, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এবং ম্যাঞ্চেস্টার সিটিতে। ২০১৩ থেকে ২০১৫-তে খেলেছেন জুভেন্টাসেও। ২০১৫ সালে আবারও ফিরে আসেন সেই বোকা জুনিয়র্সে।
তিনি ছিলেন চাইনিজ সুপারলীগের ইতিহাসে সবোর্চ্চ মজুরি পাওয়া ফুটবলার।