উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় জাতীয়তা বাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা যুবদলের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভা র্যালি ও পুরান বাসস্ট্যান্ডে জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল ওহাব বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল করি। খালেদা জিয়ার অনুপ্রেরণায় ও তারেক রহমানের নির্দেশনায় দির্ঘ প্রায় ষোলো বছর অনেক নির্যাতনের শিকার হয়ে তিলে তিলে আনন্দন সংগ্রাম গরে তুলে এ পর্যায়ে এসেছি। আমরা এখনো কাংক্ষিত লক্ষে পৌছাতে পারিনি। শহীদ জিয়া যেমন দেশ স্বাধীন করে সেনাবাহিনীর ব্র্যাকে ফিরেছে। তেমনি আমাদেরও কাংক্ষিত বিজয় না,হওয়া পর্যন্ত মাঠ ছাড়ার যাবে না।
অনুষ্ঠানের প্রধান বক্তব্যতা উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আজাদ হোসেন বলেন, দির্ঘ ১৬ বছর আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনা আয়না বানিয়ে আমার দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে হত্যা ও নির্যাতন করেছে। তাদেরকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের ভাইদের আমি বলতে চাই, আপনারা যতোটুকু নির্যাতন করেছেন। তার দিগুণ ফেরত দেওয়া হবে পস্তুত থাকেন। উল্লাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব নিকসন কুমার আমিন এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সরকারি আকবর আলী কলেজর সাবেক ভিপি মো: রফিকুল ইসলাম রফিক, শ্রমিক দলের নেতা সাইফুল ইসলাম বাবলু, মো: রতন হোসেন, কাউন্সিলর গোলাম আওলীয়া, পৌর যুবদলের আহবায়ক মো: তোফাজ্জল হোসেনে, সদস্য সচিব মো: মেহেদী হাসান, আব্দুল খালেক, বকুল হোসেন প্রমুখ।